লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়ন শাখা ছাত্রলীগের আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
১৯৪৮ সালে ৪ঠা জানুয়ারি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে আজকের বাংলাদেশ ছাত্রলীগ নামক সংগঠনটির পদযাত্রা হয়। এর পর ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ এর যুক্তফ্রন্ট, ১৯৬৬ এর ৬ দপা, ৬৯ এর গণ অভ্যাুথ্যান,৭০ এর নির্বাচন, ৯০ এর সৈরাচার মুক্ত আন্দোলন, এবং ২০২০ সালের ভয়াবহ করোনা কালীন সময়ে বিভিন্ন পদক্ষেপ ও কার্যক্রম এর মাধ্যমে বাংলাদেশ ছাত্র লীগ তাদের পরিচয় বহন করে চলছে।
আজ ৪ঠা জানুয়ারি ,সারা বাংলাদেশ বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ, আনন্দ মিছিল ,আলোচনা সভা সহ বিভিন্ন প্রোগ্রাম এর আয়োজন করে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ সহ সারা বাংলার ছাত্রলীগ ইউনিট। এরেই ধারাবাহিকতায় মহিষখোচা ইউনিয়ন শাখা ছাত্রলীগ আলোচনা সভা, বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
সকাল ১০ ঘটিকায় পতাকা উত্তোলন করে, মহিষখোচা ইউনিয়ন দলীয় কার্যালয় হতে গ্রামীণ ব্যাংক রোড ও আদিতমারী রোডে বর্ণাঢ্য আনন্দমিছিল করে, আলোচনা সভা এর কার্যক্রম শুরু হয়।
মহিষখোচা ইউনিয়নের ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে উপস্থিত ছিলেন মহিষখোচা ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি আব্দুল মান্নান সাজু, সাধারণ সম্পাদক আমির হোসেন সাদ্দাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহসীন হোসেন,তরুণ সমাজ কর্মী মামুনুর রশীদ মামুন, মোরশেদ মোনজের চৌধুরী, আশরাফুল আলম মিঠু, মনোয়ার হোসেন তারেক সহ ছাত্র লীগের সকল সদস্য।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিষখোচা আওয়ামী লীগের সভাপতি মো আনিছুর রহমান , বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী,মোসাদ্দেক হোসেন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের মহিষখোচা ইউনিয়ন সভাপতি আব্দুল মান্নান কামাল, সাধারণ সম্পাদক আমির হোসেন সাদ্দাম,নুরে আলম শেফাউল সহকারী শিক্ষক, প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে ছাত্রলীগের ইতিহাস ঐতিহ্য ও সংগ্রাম এর কথা তুলে ধরেন। মহিষখোচা ইউনিয়নে বঙ্গবন্ধু ম্যুরাল তৈরির জন্য দাবি তুলেন আশরাফুল আলম মিঠু, মহিষখোচা ইউনিয়নের ছাত্রলীগের সকল সদস্য এক হয়ে কাজ করত,করে এবং ভবিষ্যৎ এ কাজ করার আহ্বান জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন ছাত্র লীগ সভাপতি আব্দুল মান্নান সাজু । এর পর দুপুর ২ ঘটিকায় সাংস্কৃতিক অনুষ্ঠান এর শুরু হয়।
Attachments area