নজরুল স্মরণ
কলমে:এম এ হালিম
———————
আমি জানি!
কাজী ধরায় আসবে না ফিরে।
তবে কে দিবে কাজীর মত কলমে হুঙ্কার।
যখন মানবের স্বপ্ন গুলো করতে চায় কেউ চুরমার।
তখন দৃপ্তকণ্ঠে কে প্রতিবাদ করবে,কে দিবে হুঙ্কার?
আমি নজরুলের কবিতার ভক্ত
তবে কন্ঠ আমার রুদ্ধ,কন্ঠে আসে না কোনো বিদ্রোহ।
আমি চাই দরিদ্রদের গান গেয়ে যেতে,
সেটায় যেন ফুটে উঠে বিদ্রোহী হয়ে।
যেথায় শিকড় গেঁড়ে রয়েছে অন্যায় আর অবিচার
বারুদ হয়ে মনে কয় পুড়ে করি সব ছারখার।
দর্শন করি যখন কোনো অন্যায়,
পাথারের ভয়াল ঘুর্ণির লহরের মত,শিরা-উপশিরায়
তরল কনিকা বিদ্রোহী হয়ে জেগে উঠে।
তবে আমার কন্ঠ যে রুদ্ধ? মাথা করে নিচু, চিত্তে ঘৃণা জন্মে, সেথা থেকে পালিয়ে যায় কাপুরুষের মত।
আমি গায়তে চেয়েও গায়তে পারিনা,বিদ্রোহী গান।
কাজী তোমার মত হাজারো কাজীর তাগিদ ধরার বুকে,যে অন্যায় দেখলে,পাহাড়সম শির উঁচু করে,
গেয়ে যাবে বিদ্রোহী গান,দিয়ে যাবে অসহায় মানবের স্বপ্ন ভঙ্গের তরে দীপ্তকন্ঠে প্রতিবাদী স্লোগান।
যে বিদ্রোহ খুঁজবে?
আকাশের ঐ উল্কি পিন্ডে,বিদ্রোহ খুঁজে পাবে,
পূর্ণিমার রাতে প্রেয়সীর বদন দর্শনে।
যে বিদ্রোহ খুঁজবে?
চৈত্রের খরতাপ অগ্নিবানে?
বৈশাখের প্রাকৃতিক দুর্যোগে?
পথে পথে হেঁটে হেঁটে?
যে বিদ্রোহ খুঁজবে?
নজরুল তোমার এলো কেশে?
ছন্দে গাঁথা কাব্য তরে।
ধরায় এমন কাজীর তাগিদ?
যে মানবের না বলা কথা,বলে যাবে নিত্য।
হাসির মাঝের দুঃখ বুঝে করবে বিদ্রোহ।