গাজীপুর প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুর জেলার সাবেক রোভার স্কাউটদের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। এসবময় কালিয়াকৈর উপজেলার বন্যাদূর্গত বিভিন্ন এলাকায় সাড়ে ৩শত বানভাসী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলা রোভার এর যুগ্ন সম্পাদক এ্যাডভোকেট আনোয়ার হোসেন, স্কাউটার জসিমউদ্দিন খান , স্কাউটার জুলহাস আহমেদ, গাজীপুর সদর উপজেলা সম্পাদক স্কাউটার খলিলুর রহমান,আনোয়ার হোসেন মাষ্টার উপস্থিত ছিলেন। এসময় স্কাউটার জসিম উদ্দিন বলেন, আমরা গাজীপুর জেলার প্রাক্তন রোভার স্কাউটরা সব সময় আর্ত মানবতার পাশে থেকে কাজ করে আসছি। তারই ধারাবাহিকতায় আজকে জাতির পিতা বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে আমরা বন্যার্তদের পাশে এসে দাঁড়িয়েছি। দেশের মানুষের দূর্দিনে এধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।