বিশেষ প্রতিনিধিঃ নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি, দুটি পাতা একটি কুড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলাধীন কুশিয়ারা নদীর গা ঘেসে অবস্থিত দারুল উলুম দেওবন্দের নকশকদমে পরিচালিত দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া ইসলামিয়া বহরগ্রামের খতমে দরসে বোখারী ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

আজ ১লা মার্চ সোমবার বাদে যুহর হতে  জামেয়ার হল রুমে অনুষ্ঠিত হয় চলতি ১৪৪১-৪২ হিজরী শিক্ষাবর্ষের খতমে বোখারী ও দোয়া মাহফিল। উক্ত মাহফিলে আমন্ত্রিত মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সিলেটের ঐতিহ্যবাহি জামেয়া মাদানিয়া কাজিরবাজার এর সুনামধন্য শায়খুল হাদীস, উস্তাযুল উলামা আল্লামা আহমদ আলী সাহেব চিল্লার হুজুর দাঃবাঃ।তিনি সহিহ বোখারী শরিফের সর্বশেষ হাদীসের সবক প্রদান করেন। সবক শেষে দেশ জাতি মিল্লাত ও এলাকার জিন্দা মুর্দেগান, অসুস্থদের জন্য এবং জামেয়ার উন্নতি কামনায় মুনাজাত করেন।

এর আগে সকালে জামেয়ার আল মানার ছাত্র সংসদের উদ্যোগে চলতি শিক্ষাবর্ষের ফারেগীন ছাত্রদের কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামেয়ার সিনিয়র মুহাদ্দিস ও সহকারী শিক্ষাসচিব, এবং আল মানার ছাত্র সংসদের সভাপতি মাওঃ হাবিবুল্লাহ দূর্লভপুরী দাঃবাঃ। উক্ত অনুষ্ঠানে বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মুলক নসিহত প্রদান করেন জামেয়ার দীর্ঘ দিনের সফল মুদিরে মুহতারাম, ও আযাদ দ্বীনি এদারা বোর্ডের রচনা ও প্রকাশনা সম্পাদক মাওঃ এনামুল হক দাঃবাঃ, জামেয়ার সুনামধন্য শায়খুল হাদীস মাওঃ আব্দুল মালিক সাহেব দাঃবাঃ সহ সিনিয়র আসাতিজায়ে কেরাম। নসিহত শেষে বিদায়ী কাফেলার ছাত্রদের হাতে বিদায়ী সম্মাননা স্মারক তুলে দেন জামেয়ার উস্তাদবৃন্দ। এতে জামেয়ার সর্ববিভাগের আসাতিজায়ে কেরাম ও মাদরাসা পরিচালনা কমিটির সদস্য সহ এলাকার মুরব্বিয়ানগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, জামেয়া বহরগ্রামের চলতি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস সমাপনী তৃতীয় কাফেলার   ১৯ জন ছাত্র তাকমিল ফিল হাদীস (মাষ্টার্স)  সমাপন করছেন। এবং হিফজুল কুরআনুল কারিম বিভাগের ৪০জন ছাত্র হিফজ সমাপন করছে।