জীবননগর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৮
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃচুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলামের দিক নির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে জীবননগর থানার চৌকস অফিসার, ফোর্সসহ গ্রেফতারী পরোয়ানা তামিল, বিশেষ অভিযান পরিচালনা করিয়া ১। পাঃ জাঃ ১০/২০, প্রসেস-৮৩/২২ পুরাতন লক্ষীপুরের ধুন ব্যাপারীর ছেলে মোঃ ইমান হোসেন, , ২। সিআর-৩৩১/২১, প্রসেস-১৮৭/২২ লক্ষ্মীপুরে জাহের আলী ছেলে মোঃ ইছাহক আলী, প্রোঃ ইছাহক রাইচ মিল, ৩। সিআর-৩৩১/২১, প্রসেস-১৮৮/২২ ব্রিজ পাড়ার লক্ষীপুরের ইসহাকের স্ত্রী মোছাঃ শাহানাজ বেগম, , ৪। সিআর-২৭০/২১, প্রসেস-১৮৩/২২ হাসাদাহ মাছপাড়া শূন্যতার এর মেয়ে মোছাঃ শারমিন খাতুন, ৫। সিআর-২৭০/২১, প্রসেস-১৮২/২২ সুটিয়া গ্রামের করিম মন্ডল ওরফে দেলোবারের ছেলে মোঃ ওয়াসিম, ৬। সিআর-৬৫/২১, প্রসেস-১৮১/২২ কচ্চাডাঙ্গা গ্রামের নুর কাদেরের ছেলে মোঃ লাল্টু মিয়া, ৭। সিআর-৬৫/২১, প্রসেস-১৭৯/২২কর্চ্চাডাংগার নুর কাদেরের মোছাঃ জাহানারা খাতুন, , ৮। সিআর-৬৫/২১, প্রসেস-১৮০/২২ কচ্চাডাংগা গ্রামের ইলাহি মণ্ডলের ছেলে মোঃ নুর কাদের, কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানান।