চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা  জীবনগর হাসপাতালের ৩ নম্বর গেটে সড়ক দূঘর্টনা হেলপার আল আমিন নিহত।
ট্রাকের হেলপার আলামিন হোসেন( ১৮)  জীবননগর মনোহরপুর গ্রামের
মুছের আলী ট্রাকের হেলপার আলামিন হোসেন( ১৮)
প্রত্যহ্মদর্শীর ভাষ্য মতে, ড্রাইভার গাড়ি পেছানোর জন্য ব্যাকে দিলে,ঐ ট্রাকের হেলপার আলামিন নির্দেশনা দিচ্ছিলো পিছনে দাড়িয়ে,
অসাধতনতা বশত আলামিন পড়ে যায় ট্রাকের চাকা আলামিনের মাথার উপরে ওঠে যায়।
মাথা ফেটে থেতলিয়ে গেল  ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
জীবননগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস তার দেহটি উদ্ধার করে,জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়েছে,এবং তার পরিবারে পরিচয় সনাক্ত করে,তার মরাদেহ পোস্টমর্টেম করার প্রক্রিয়া চলছে।