নিজস্ব প্রতিবেদক করোনা পরীক্ষার ভুয়া সনদ বিক্রির অভিযোগে অভিযুক্ত জেকেজি এবং রিজেন্ট কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে, বলে জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এ সময় গোলাম মোহাম্মদ কাদের বলেন, জেকেজি এবং রিজেন্ট হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। চিকিৎসার ক্ষেত্রে কিছু বেসরকারি প্রতিষ্ঠান চিকিৎসা সুবিধা সৃষ্টি না করে ও চিকিৎসাসেবা না দিয়ে রোগীদের কাছে থেকে অর্থ আদায় করছে।
এ সব কাজের অন্যতম অভিযুক্ত সেই রিজেন্ট হাসপাতাল। এ সব প্রতিষ্ঠান পরীক্ষা করা এবং কোভিড রোগীদের চিকিৎসা করার অনুমোদন পেয়েছে স্বাস্থ্য বিভাগের যথাযথ কর্তৃপক্ষ থেকে।তিনি বলেন, এ ধরনের প্রতিষ্ঠান যাদের করোনা চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, চিকিৎসা সুবিধা নেই তারা কীভাবে পরীক্ষা রিপোর্টের অনুমোদন লাভ করলো? অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ তাদের দায়িত্ব কীভাবে ও কতটুকু পালন করছে বা করছে না সে বিষয় দেখভালের দায়িত্ব অনুমোদন প্রদানকারী প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদফতরের, তারা কী করলেন?
তিনি বলেন, ব্যক্তিগত পর্যায়ে কিছু লোককে ধরা হয়েছে, এখন তাদের হয়তো শাস্তি হবে। কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে একটা বড় ক্ষতি হয়ে গেছে। প্রধানমন্ত্রীকে এ বিষয়ে হস্তক্ষেপ করতে হয়েছে এবং তারপরেই বিষয়গুলো সম্পর্কে কিছু না কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে।’কোভিড পরীক্ষা নেগেটিভ নিয়ে আমাদের দেশের মানুষ যখন বিদেশে যায় এবং সেখানে তাদের পজিটিভ হিসেবে শনাক্ত হয়। আমাদের দেশের এই টেস্টকে অনেক দেশ গ্রহণ করছেন না। তারা এটাকে অবিশ্বাস করছে