রোনার ভুয়া রিপোর্ট তৈরির ঘটনায় অভিযুক্ত জেকেজি হাসপাতালের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।
করোনা ভাইরাস পরীক্ষার টেস্ট না করেই রিপোর্ট ডেলিভারি দেয়া জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা  চৌধুরীকে আজ রবিবার (১২ জুলাই) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের তেজগাঁও ডিসি কার্যালয়ে ডাকা হয়।  তার জবানবন্দি সন্তোষজনক না থাকায়  তাকে গ্রেফতার করা হয়েছে।  সম্প্রতি সরকারের কাছ থেকে বিনা অর্থে নমুনা পরীক্ষার অনুমোদন নিয়ে  অর্থ নেয় জেকেজি।  পুলিশ জানতে পারে, জেকেজি হেলথকেয়ার থেকে  ২৭ হাজার রোগীকে করোনা টেস্টের রিপোর্ট   দেওয়া হয়েছে এর মধ্যে  ১১ হাজার ৫৪০ জনের নমুনা পরীক্ষা করেছে আইইডিসিআর বাকি ১৫ হাজার ৪৬০ জনের রিপোর্ট প্রতিষ্ঠানটির ল্যাপটপে তৈরি করা হয়। নমুনা পরীক্ষার জন্য বিদেশীদের কাছ থেকে ১০০ ডলার নেয়া হতো এবং বাংলাদেশিদের কাছ থেকে নেওয়া হতো পাঁচ হাজার টাকা। এসব ঘটনার পর গত ২৪ শে জুন জেকেজি হেলথকেয়ারের নমুনা সংগ্রহের অনুমোদন বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর।