বিশেষ (প্রতিনিধি) মাগুরাঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘অমর একুশে বইমেলা’ আয়োজন করেছে মাগুরা জেলা প্রশাসন।
শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার সবুজ চত্বরে ভিড় জমিয়েছে হাজার হাজার পাঠক-পাঠিকা। স্টল ঘুরে ঘুরে সংগ্রহ করছে পছন্দের বই।
মেলায় স্থান পেয়েছে মাগুরার ইতিহাস, একাত্তরের মুক্তিযুদ্ধ, বায়ান্নর ভাষা আন্দোলনসহ অসংখ্য লেখকের প্রবন্ধ, কবিতা, উপন্যাসের বই।
নিজ বইয়ের স্টলে অটোগ্রাফ এবং ফটোগ্রাফ দিচ্ছেন লেখক-লেখিকাগণ। প্রিয় লেখক কে পেয়ে আনন্দে মেতে উঠছে বইপোকা গোষ্ঠী।
বইমেলা কে কেন্দ্র করে গণগ্রন্থাগার অডিটোরিয়ামে চলছে সাতদিন ব্যাপী ‘সাংস্কৃতিক সন্ধ্যা’। এখানে কবি, লেখকগণ আবৃত্তি করছেন তাদের সাহিত্যকর্ম।