গাজীপুর প্রতিনিধিঃ রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে নিহত জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনিসুল করিম শিপনকে দাফন করা হয়েছে । মঙ্গলবার সকালে গাজীপুরের জোড়পুকুরপাড় এলাকায় তার জানাজা শেষে গাজীপুর সিটির কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। জানাজায় গাজীপুর মেট্টোপলিটন পুলিশ কমিনার লুৎফুল কবীরসহ গণ্যমান্য বক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে ভর্তি মানসিকভাবে অসুস্থ এক জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনিসুল করিম শিপনকে সোমবার সকালে ভর্তির পর কয়েক মিনিটের মধ্যেই মারা যান ।
পরিবারের অভিযোগ, ভর্তির পরপর হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা শিপনকে পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হাসপাতালের ব্যবস্থাপকসহ ছয়জনকে আটক করেছে। তবে হাসপাতাল কর্র্তৃপক্ষের দাবি, উচ্ছৃঙ্খল আচরণ করায় মৃত্যুর আগে ওই পুলিশ কর্মকর্তাকে শান্ত করার চেষ্টা করছিলেন তারা।
আনিসুল করিম শিপন ৩১তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে নিয়োগ পান। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ৩৩তম ব্যাচের ছাত্র ছিলেন। এক সন্তানের জনক এই পুলিশ কর্মকর্তা সর্বশেষ বরিশাল মহানগর পুলিশে কর্মরত ছিলেন। তার বাড়ি গাজীপুরে ।