পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ প্রথম আলোর জ্যেষ্ঠ সিনিয়র সাংবাদিক অনুসন্ধানকারী রোজিনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবালয়ের তথ্য সংগ্রহ করতে গেলে অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম চাওয়ারা হয়ে রোজিনা কে গলা টিপে ধরে এবং ছয় ঘন্টা রুমে আটকে রাখে পরে পুলিশের কাছে হস্তান্তর করে এবং মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠায়। সেই পরিপেক্ষিতে সারা বাংলাদেশের ন্যায় পঞ্চগড় জেলায় পঞ্চগড় জেলা প্রেসক্লাব উদ্যোগ পঞ্চগড় জেলা শহরে শহীদ মিনারের সামনে ১৯/০৫/২০২১ ইং তারিখে সকাল ১১ ঘটিকার সময় রোজিনাকে হেনেস্তার করার কারণে ও মুক্তির দাবিতে মানব বন্ধ করা হয়। অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম কে দৃষ্টান্ত মূলক শাস্তি চাওয়া হয়। মানব বন্ধনে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রেসক্লোবের সভাপতি মোঃ আনিছুর রহমান প্রধান, সাধারণ সম্পাদক মোঃ সাহাজালাল, সাংগঠনিক সম্পাদ মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মোঃ আবু সালেক, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এডভোকেট আবু বক্কর সিদ্দিক, পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।