জয়পুরহাট যুবদলর ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ আলাচনা সভা ও দায়া মাহফিল অনুষ্ঠিত
জয়পুরহাট প্রতিনিধিঃ২৭-১০-২০২১
জয়পুরহাট বাংলাদশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন কর্মসূচীর মাধ্যম পালিত হয়ছ।মঙ্গলবার সকাল ৯ টায় জলা বিএনপির কার্যালয় দলীয় ও জাতীয় পতাকা উত্তালন, শহীদ জিয়ার প্রতিকতিত মাল্যদান, আলাচনা সভাও দায়া মাহফিল করছ সংগঠনটি।
জলা যুবদলর সভাপতি ওবায়দুর রহমান সুইট এর সভাপতিত্ব ও সাধারন সম্পাদক এটিএম শাহ্নওয়াজ কবির শুভ্র’র সঞ্চালনায় প্রধান অতিথিরি বক্তব্য রাখন জলা বিএনপরি আহায়ক অধ্যক্ষ শামছুল হক,কদ্রীয় যুবদলর সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রতন,জলা বিএনপরি যুগ্ম আহায়ক গালজার হাসন,মাসুদ রানা প্রধান, আবদুল ওহাব, সহ ছাত্রদল যুবদলসহ বিএনপি’র নতবদ বক্তব্য রাখন।
আলাচনা শষ দশনত্রী বগম খালদা জিয়া,ভারপ্রাপ্ত চয়ারম্যান তারক রহমান ও যুবদলর সকল অসু¯ নতাদর সু¯্যতা কামনা এবং প্রয়াত নতাদর মাগফিরাত কামনা কর দায়া করা হয়।