বিশেষ প্রতিনিধি (ঝালকাঠি): ২৫/০২/২০২১ইং তারিখ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম।

উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপশ কুমার তালুকদার। মূল বিষয়ের উপর মাল্টিমিডিয়ায় তথ্য উপস্থাপন করেন ডাঃ মিজানুর রহমান।

এ অনুষ্ঠানে সুশিল সমাজের প্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। গোদ রোগের কারণে বিকলঙ্গতা প্রতিরোধে সামাজিকভাবে করনীয় বিষয় আলোচনা করা হয়।

ফাইলোরিয়াসসি নির্মুল, ক্রিমিনিয়ন্ত্রন ও ক্ষুধে ডাঃ কার্যক্রম, রোগ নিয়ন্ত্রন শাখা, স্বাস্থ্য অধিদপ্তর লেপ্রা বাংলাদেশ যৌথভাবে এর আয়োজন করে থাকেন ।

গোদরোগে আক্রান্ত্র ব্যক্তিদের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, ত্বকের যত্ন নেওয়া, পা উচুতে রাখা, ব্যায়াম চর্চা ও আরামদায়ক স্যান্ডেল ব্যবহারের বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়।