ফেনী প্রতিনিধিঃ উত্তর ডোমুরুয়া আজিম ভূঁইয়া বাড়ি সমাজ উন্নয়ন পরিষদের উপদেষ্টা জনাব মাঈন উদ্দিন ভূঁইয়া সোহেল কর্তৃক আয়োজিত টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত জামায়াতে নামাজ আদায় করায় নগদ অর্থ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠান আজিম ভূঁইয়া বাড়ী জামে মসজিদের সভাপতি মজিবুল হক ভূঁইয়ার সভাপতিত্বে আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পাঁচগাছিয়া ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক। প্রধান মেহমানের বক্তব্যে চেয়ারম্যান মানিক বলেন, প্রবাসে থেকেও মাঈন উদ্দিন ভূঁইয়া সোহেল যে প্রোগ্রামের আয়োজন করেছে তা প্রশংসনীয়। বিশেষ মেহমান ছিলেন প্যানেল চেয়ারম্যান এনামুল হক, আল হেরা একাডেমী অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, এস,এ টিবির ধর্মীয় আলোচক মাওঃইয়াছিন আরাফাত। ফেনী সমাচারের নির্বাহী সম্পাদক আমজাদুর রহমান রুবেল,ফেনী পোষ্টের ইডিটর হারুনর রশিদ, দিপ্ত টিবির জেলা প্রতিনিধি আঃ আল মামুন। মেহমানেরা বলেন, বর্তমান সময়ে মানুষ যখন অপসংস্কৃতি নিমজ্জিত ঠিক সে সময়ে মাঈন উদ্দিন সোহেল ২লক্ষ টাকা অর্থ প্রদান আসলেই প্রশংসনীয়। এছাড়াও মাঈন উদ্দিন সোহেলের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ ভিত্তিক এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রোগ্রাম আহবায়ক মোঃএনাম ভূঁইয়া, এড.জিয়া উদ্দিন, সদস্য ফয়েজ,মনির,বাবলু,শিমুল,আশিক, রকি প্রমুখ।