পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ শনিবার দুপুরে গড়িয়ে বিকাল হতে না হতেই হঠাৎ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ, রানীশংকৈল,হরিপুর,সহ উপজেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হতে দেখা যায় যা একেবারে গুড়া শিলাবৃষ্টি চোঁখে পড়ার মন না। পীরগঞ্জ উপজেলার বিরহলী,,হাজীপুর কানারী ছাড়া বিভিন্ন গ্রাম গঞ্জে শিলাবৃষ্টির খবর পাওয়া যায়।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলার সামসুল নামক এক আম ব্যবসায়ীর সঙ্গে কথা হলে তিনি জানান,হঠাৎ করেই আজ বৃষ্টি ও সাথে গুড়ি শিলা বাতাসের আগমন ঘটলো যা প্রথমে মনে হচ্ছিল কালবৈশাখী ঝর হবে।কিন্তু কিছু সময় অতিবাহিত না হতেই বাতাস প্রবাহিত হয়ে বৃষ্টি সাথে হালকা শীলা বৃষ্টি হতে থাকে। এই বৃষ্টি হওয়াতে আমাদের আম বাগানের মুকুলের কিছুটা হলেও ক্ষতি হয়ে গেল বাকিটা উপর আল্লাহর ভরসা।

এবিষয়ে অারো এক বিষিষ্ট আমচাষী রাজু বলেন এ বছর আমের ব্যাপক মুকুল এসেছে তবে দূনবাতাস কালবৈশাখী ঝরের সংখ্যা বেশী হলে হতে ও পারে। গত বারের তুলনায় এবার প্রচুর মুকুল এসেছে তবে অাবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন অাশা করছি।