মোশারেফ হোসেন
স্বাস্থ্যকর গ্রাম তৈরি অভিযান কর্মসূচির বিষয়ে উপজেলা পর্যায় পন্য ক্রয় ও বিক্রয় বাড়াতে এলই এইচপিএ সুইপার ও নলকুপ মেকানিকদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভা বাংলাদেশ পল্লিউন্নয়ন বোর্ড (পল্লিভবন ডুমুরিয়া খুলনা) ভবনে ৭ই জুন ২০২১ সকাল ৯:৩০ মিনিটে অনুষ্ঠিত হয়।উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃআবদুল ওয়াদুদ,তিনি তার বক্তব্যে সবাই কে স্বাস্থ্যকর গ্রাম তৈরিতে উৎসাহিত করেন এবং করোনা সংক্রমন এড়াতে মাক্স পরিধান ও সামাজিক দুরত্ব বজায় রাখতে বলেন। এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা নিশা আক্তার,মোঃ আকরাম হোসেন ওয়াস গর্ভানেন্ম এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার (জে,জে,এস), ইউনিয়ন ফ্যাসিলিটেটর মোঃ মোশারেফ হোসেন,আনোয়ার হোসেন,পূর্ণিমা সরকার,এবং এলই এসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান, এইচ পি এ এ্যাসোসিয়েশনের সভাপতি নার্গিস হোসেন,পরিছন্নতা কর্মী এ্যাসোসিয়েশনের সভাপতি যুবরাজ মন্ডল,রেজোয়ান সরদার, লিপিকা রানি,মাসুম মোল্লা,জিয়াউর গোলদার,চৈতালি পাল ঝুমা পারভীন,রেক্সনা বেগম, মোস্তাফিজুর,হীরা,গীতা রায়,মনীষা মন্ডল, সাথী সুলতানা প্রমূখ।
জে জে এস ম্যাক্স নিউট্রিওয়াস প্রকল্পের কার্যক্রমের অংশ হিসাবে প্রশিক্ষণ প্রাপ্ত পরিছন্নতা কর্মী,এলই, এইচপিএদের ব্যাবসায়িক সুযোগ সৃষ্টি, চাহিদা তৈরির ক্ষেত্রে কারিগরি সহায়তা কমিউনিটি পর্যায় বিভিন্ন ধরনের সেবা প্রদান যেমন অফপিট ল্যট্রিন প্রদান স্যানিটাইজার সামগ্রি সহ গর্ভবতী, শিশু,কিশোরিদের বিভিন্ন সেবা ল্যট্রিন পরিস্কার পরিছন্ন সহ বর্জব্যবস্থাপনা বিষয়ে কার্যপ্রনালি এর মাধ্যমে প্রকল্প কর্ম এলাকার পরিবার সমূহের ও কমিউনিটির পরিবেশ পরিছন্নতা বজায় রাখার ক্ষেত্রে এই সেশন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।