কুলিয়ারচরে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জের কুলিয়ারচরে অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুলিয়ারচর থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর (৩৪) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর উপজেলার মুকুন্দপুর গ্রামের মৃত মোঃ ইদ্রিস মিয়ার ছেলে এবং মোঃ সোহেল (২৫) একই উপজেলার ফুলবাড়িয়া গ্রামের জাবেদ শাহ ওরফে মকসুদ আলী শাহ এর ছেলে। শনিবার (১৬ অক্টোবর) বিকালে কুলিয়ারচর বাজার জামান টাওয়ারের সামনে থেকে আটক করা হয়। পরে রবিবার (১৭ অক্টোবর) সকালে দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মাদক দ্রব্য আইনে মামলা (মামলা নং- ০৬) দায়ের করে কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টার দিকে কুলিয়ারচর বাজারে অভিযান পরিচালনা করে জামান টাওয়ারের সামনে থেকে তাদের আটক করা হয়। এই বিষয়ে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু পূর্বক কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মোঃ মোশারফ হোসেন রূপসা প্রতিনিধি 
ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নে নেদারল্যান্ডের অর্থায়নে ম্যাক্স ফাউন্ডেশনের সহযোগিতায় জাগ্রত যুব সংঘ( জে জে এস) বাস্তবায়নে ম্যাক্স নিউট্রিওয়াস প্রকল্পের ম‍াধ‍্যমে ২৩.০৯.২০২১  সকাল ১০ ঘটিকায়  ৬ নং ওয়ার্ড জেলেরডাঙ্গা ও বড় ডাঙ্গা সিএসজি হেলদি ভিলেজ ঘোষণার জন্য গণ মনিটরিং সম্পন্ন করেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল  হাসান। তিনি বাড়ি বাড়ি গিয়ে জে জে এস এর কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং তিনি ও তার ছয় সদস‍্য বিশিষ্ট কমিটির সদস্যরা জে জে এস এর কাজে খুশি হয়। তিনি বলেন জে জে এস এর গুটুদিয়া ইউনিয়নে কর্মরত কর্মিরা অক্লান্ত পরিশ্রম করেছে। ফলে  উক্ত সি এস জি টি স্বাস্থ্যকর গ্রাম অর্জনের জন্য যে ১৭ টি সূচক অর্জন করা প্রয়োজন তা অর্জিত হয়েছে তাই ফলাফল সন্তোষজনক উল্লেখ করে কমিটির সদস্যবৃন্দরা  জিলেরডাঙ্গা ও বড় ডাঙ্গা সিএস জি কে হেলদি ভিলেজ ঘোষণার জন্য সুপারিশ করেন। এ সময় কমিটির সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য বায়েজিদ হালদার, মিনাক্ষী রায়, বিশংকর সরকার , সিএইচ সি পি দীপান্বিতা মন্ডল, কর্ণ মন্ডল, কৌশিক বিশ্বাস ও এলাকার কিছু গন‍্যমান‍্য  ব‍্যাক্তিরা।এছাড়া জে জে এস এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোশারেফ হোসেন চন্দ্রিকা রায়, প্রনতি কবিরাজ।