বিশেষ প্রতিনিধিঃ সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন ঐতিহ্যবাহি দরসগাহ, অর্ধশতাব্দির অধিক প্রাচীনতম দ্বীনি বিদ্যাপীঠ, শায়খে ফুলবাড়ি শায়খে শেরপুরী শায়খে রায়গড়ী রাহঃর স্মৃতি বিজড়িত ঢাকাদক্ষিণ দারুল ঊলূম হুসাইনিয়া মাদরাসা গোলাপগঞ্জ সিলেটের দীর্ঘদিনে ছানী শায়খুল হাদীস, উস্তাযুল উলামা হযরত মাওঃ আব্দুল আজিজ বাঘার হুজুর হাফিঃ আজ বাদে জুমআ হঠাৎ স্টোক করেছেন।
পরে তাকে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলে ডাক্তাররা তাকে উচ্চ চিকিৎসার জন্য উইমেন্স মেডিকেলের সি সি ইউ তে প্রেরণ করেন। বর্তমানে তার শারিরিক অবস্থার নিভীর পর্যবেক্ষণের জন্য সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সি সি ইউতে চিকিৎসাধীন আছেন।
এই বরেণ্য আলেমের দ্রুত সুস্থতা কামনায় ঢাকাদক্ষিণ মাদরাসার ছাত্র ও উস্তাদবৃন্দ দেশবাসীর কাছে বিশেষ দোয়ার আবেদন করেছেন।
আল্লাহ পাক হযরতকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করুন।