ভোলা বিশেষ প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিনে মুজিব শতবর্ষের প্রথম পর্যায়ের গৃহপ্রাপ্ত পরিবারের মাঝে নতুন বস্ত্র উপহার প্রদানের মাধ্যমে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। বৃহস্পতিবার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ভূমিহীন পরিবারদের মাঝে এ উপহার সামগ্রী তুলে দেন এমপি শাওন। প্রতিবছরের মতো এবারেও করোনা ভাইরাস আক্রান্ত অসুস্থ মা’কে ঢাকায় রেখে সকল শ্রেনী পেশার মানুষের টানে তজুমদ্দিন ও লালমোহনের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এসেছেন এ সংসদ সদস্য। এ সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও তাঁর পরিবারের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। উপজেলা প্রশাসনের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, আওয়ামী লীগ সম্পাদক ফজলুল হক দেওয়ান, লালমোহন উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ফরিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদ খান সহ অন্যরা।