বিশেষ (ভোলা) প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিন উপজেলায় ১১এপ্রিল প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নিবার্চনে পাঁচটি ইউনিয়নের মধ্যে প্রথম ধাপে তিনটি ইউনিয়নে দলীয় মনোনয়ন চুড়ান্ত দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের মনোনয়ন বোর্ডের এক সভায় দলীয় এ মনোনয়ন চুড়ান্ত করেছেন। গতকাল শনিবার (১৩ মার্চ) দিনব্যাপী বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে উক্ত মনোনয়ন চুড়ান্ত করা হয়। এতে ভোলার তজুমদ্দিন উপজেলার তিনটি ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রতীক পেয়েছেন যারা ৩ নং চাঁদপুর ইউনিয়নে, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি, আলহাজ্ব ফখরুল আলম জাহাঙ্গীর ৪ নং চাচঁড়া ইউনিয়নে বর্তমান উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক, মো : আবু তাহের মিয়া ৫ নং শম্ভুপুর ইউনিয়নে, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক, আলহাজ্ব মিজানুর রহমান ফরিদ।