ইয়ং ইনোভেটরস বাংলাদেশ এর ২য় বর্ষপূর্তি উপলক্ষ্যে গত ১০ই নভেম্বর থেকে শুরু হয়েছে “Hepta Creative Competition” নামে একটি বিশেষ প্রতিযোগীতা। যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে তরুণ প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারছে এবং সুযোগ পাচ্ছে তাদের মেধার বিকাশ ঘটানোর। প্রতিযোগিতাটি আগামী ৩০শে নভেম্বর পর্যন্ত চলবে।

অনলাইন ভিত্তিক ইভেন্টটিতে মোট ৭টি সেগমেন্ট এ অংশগ্রহণ করতে পারছে প্রতিযোগীরা, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মা-বাবার কাছে চিঠি, আর্টিকেল রাইটিং, ফটোগ্রাফি, ক্র্যাফট, পেইন্টিং ও স্কেচ এবং রিভিউ লেখা।

প্রতিযোগীতা সম্পর্কে অর্গানাইজেশনটির প্রধান আরাফাত তপু জানিয়েছেন, ” আমরা সবসময়ই চেষ্টা করি তরুণদের মেধার বিকাশ ঘটানোর মাধ্যমে সামাজিক উন্নয়নের পথে কাজ করার। সে উদ্দেশ্যেই আমাদের এই ইভেন্টটিও। Hepta Creative Competition থেকে প্রাপ্ত রেজিস্ট্রেশন ফি আমরা ব্যয় করবো অসহায়দের শীতবস্ত্র বিতরণ প্রজেক্টে। একইসাথে ইভেন্ট এ আমরা একটি নতুন সেগমেন্ট যুক্ত করেছি, মা-বাবার কাছে চিঠি। মা-বাবাকে মনের কথা লিখে প্রতিযোগীরা আমাদের কাছে পাঠাবে, আমরা সেই চিঠি একটি সারপ্রাইজ গিফট হিসেবে প্রত্যেকটি মা-বাবার হাতে পৌঁছে দেবো। ”

সংগঠনটি ২০১৮ সাল থেকে বিভিন্ন সামাজিক উন্নয়ন এবং শিক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে এবং বেশ কিছু পদক্ষেপ তারা হাতে নিয়েছে দেশের তরুণ জনগোষ্ঠীকে একটি অনন্য স্থানে পৌঁছে দিতে।

উক্ত ইভেন্টে দৈনিক জাতির বার্তা মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত আছে।

https://forms.gle/nXzE5sjhdZR8bXFr6