বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ বড়লেখা উপজেলার মোহাম্মদ নগরের আত্ – তাক্বওয়াহ ইসলামী পরিষদের উদ্দ্যোগে আজ বিকেল ৩ টা থেকে মধ্যরাত পর্যন্ত ৪র্থ বার্ষিক কুরআন তিলাওয়াত ও গজল সন্ধা অনুষ্টিত হয়!

পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন

আন্তর্জাতিক ক্বারী আব্দুল্লাহ আল মাহমুন,
ক্বারী এইচ এম আমানুল্লাহ ( সিলেট)
ক্বারী আতিকুর রহমান রাহি ( মৌলভী বাজার)

ইসলামী সংগিত পরিবেশন করেন

১/স্যার গোলাম মাহমুদ ( কুমিল্লা) প্রধান উপদেষ্টা নবোদয় ফোরাম!
২/ সুফিয়ান বিন এনাম ( পরিচালক মুচকি হাসি)
৩/ রেজাউল করিম ( আলোর সিড়ি)
৪/ জাহিদুল ইসলাম ( জলপ্রভাত মৌলভী বাজার)
সংগিত পরিবেশন করেন শিশু শিল্পী
আব্দুর রহমান বিন মাহমুদ ও আবু ইউসুফ বিন মাহমুদ,
নবোদয় শিল্পী গোষ্টী
আবু মুসা ( মৌলভী বাজার)

অনুষ্টানের উপস্হাপনা করেন

কবি মিম সুফিয়ান ( খ্যাতিমান আবৃতি কারক)

অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন

১/ফয়ছল আহমেদ ( চেয়ারম্যান পদ্রপার্থী ৫নং দক্ষীণ শাহাবাজপুর ইউনিওন)
২/ আব্দুল মন্নান মনা ( বর্তমান ইউপি সদস্য ৫নং দক্ষীণ শাহাবাজপুর ৯নং ওয়াড)
৩/ আবুল কালাম ( সাবেক ইউপি সদস্য ৫নং দক্ষীণ শাহাবাজপুর ৯নং ওয়াড)
৪/ খায়রুল ইসলাম ( বিশিষ্ট্য সমাজ সেবক ও শিক্ষানুরাগী)
৬/ মাও কবির হোসাইন ( শিক্ষক সেয়দা মোকাম ইবতেদায়ী মাদ্রাসা)
৭/ হযরত মাও আতাউর রহমান সাহেব ( ইমাম ও খতিব মোহাম্মদ নগর কেন্দ্রীয় জামে মসজিদ)
এ ছাড়া আরো অনেকেই অনুষ্টানে উপস্হিত ছিলেন!