রংপুর( তারাগঞ্জ প্রতিনিধি)ঃ  “তুচ্ছ নয় রক্ত দান-বাঁচাতে পারে একটি প্রাণ”
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই স্লোগানকে সামনে রেখে-রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় স্বেচ্ছায় রক্তদাতা স্বেচ্ছাসেবীরা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান ফেসবুক সংগঠন “তারাগঞ্জ উপজেলা ব্লাড ব্যাংক” কমিটি গঠন ২০২০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় । তারই ধারাবাহিকতায় গত ৪ জানুয়ারি সোমবার দুপুরে সংগঠনের অস্থায়ী কার্যালয় অগ্রনীব্যাংক মোড়স্থ রানা প্লাজায় এ কমিটি গঠন করা হয়। তারাগঞ্জ মহিলা বিএম কলেজের অধ্যক্ষ মোঃ আনিছুল হককে সভাপতি ও কুর্শা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য মোঃ তুহিন ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির সদস্যরা হলো- তারাগঞ্জ বেলতলী কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আব্দুল হামিদ সহ-সভাপতি, ব্যবসায়ী রাসেল মন্ডল সহ-সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাজিদুল ইসলাম বকুল সাংগঠনিক সম্পাদক, প্রতিষ্ঠাতা সদস্য প্রচার সম্পাদক মহিন বাবু কাঞ্চন ।

শহিদুল ইসলাম, বাবু রানা গোস্বামী, শরীফ মেহেদী হাসান, পিন্টু সরকার, সুমন হোসেন, সুশান্ত রায় শান্ত, বেলায়েত হোসেন সোহান, রুহুল আমিন পাপ্পু, তাপস মহন্ত আদিত্য, লালবাবু রায়, রায়হান আলী, তানজিলা তাসনিম, সিরাজুল ইসলাম সিরাজ, রবিউল ইসলাম লিমু, শাকিল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ। তারাগঞ্জ উপজেলা ব্লাড ব্যাংক” সংগঠনটি মানুষের সাহায্যার্থে বরাবরই এগিয়ে তাই রংপুর জেলার সর্বসাধারণ মানুষকে জরুরী ভিত্তিতে রক্তের জন্য ০১৭৪৪৩৮৩৩৭৩ ও ০১৮৩৩৮৮৬৯৯৩ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানান প্রতিষ্ঠাতা সদস্য প্রচার সম্পাদক মহিন বাবু কাঞ্চন সহ কমিটির সকল সদস্যবৃন্দ ।