তারাগঞ্জ(রংপুর)প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলা সয়ার পশ্চিম কাংলাচড়া সর্বজনীন হরিমন্দিরে গতকাল ২৮ জানুুুয়ারি বৃৃহস্পতিবার বিশ্ব শান্তি কল্পে অষ্টপ্রহর মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়।
মহানামযজ্ঞ অনুষ্ঠানে যে দলগুলো অংশগ্রহণ করেন-চড়াইখোলা কৃষ্ণসম্প্রদায় নীলফামারী,কইমারি কৃষ্ণসম্প্রদায়, মেনানগড় বানিয়াপাড়াকৃষ্ণসম্প্রদায়,শ্যামসুন্দর কৃ ষ্ণসম্প্রদায় নীলফা মারী, কচুয়াবাড়ি কৃষ্ণসম্প্রদায়। মহানাম অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ্যময় নেতা সয়ার চেয়ারম্যান পদপ্রার্থি মোঃ মোশফিকুর রহমান রনি, মোঃ মিজানুর রহমান, ডাঃ আল-ইবাদত হোসেন পাইলট এবং বর্তমান ৯নং ওয়ার্ড মেম্বর মোঃ মোক্তারুল শেখ মহানাম অনুষ্ঠানে অনুদান প্রদান করেন।পশ্চিম কাংলাচড়া দূর্গামন্দির উপদেষ্টা বাবু কমল রায়, বাবু পলাশ রায়, বাবু উত্তম রায়,তরণী কান্ত,সুমন,দিম্যাইলবিডি,বাংলাদেশ ব্লুটিন, জাতীর বার্তা, খবরের ডাকঘর, বাংলাদেশ চিত্র রংপুর জেলা প্রতিনিধি। মোঃখোরশেদ আলম শেখ,আশরাফ শেখ,লক্ষণ চন্দ্র রায়,মোঃ মোকছেদুল শেখ,নিরঞ্জন শর্মা সহ আমন্ত্রিত অতিথিববৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূর্ব কাংলাচড়া সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি বিপুল কুমার (বিপ্লব)। সার্বিক দায়িত্বে ছিলেন সম্পাদক কুহক প্রসাদ ব্রম্ম। মহানামযজ্ঞ অনুষ্ঠানটি শ্রী মানিক চন্দ্র রায়’র সভাপতিত্বে সমাপ্তি ঘটে।