
তারাগঞ্জ(রংপুর)প্রতিনিধি: মানুষ মানুষের জন্য -জীবন জীবনের জন্য “। একজন মানুষ হয়ে মানুষের পাশে দাড়ানো আমাদের প্রত্যেকের যেমন কর্তব্য। ঠিক তেমনি অসহায় গরীব দুঃখীদের দুর্দিনে তাদের মুখে হাসি ফোটানো আমাদের কর্তব্য। সেটা হউক কোন ব্যক্তি সহযোগীতা বা কোন সংগঠনের। এরই ধারাবাহিকতায় রংপুর জেলা তারাগঞ্জ উপজেলার উত্তর কৃষ্ণপুর আমিরপাড়ায় আলোর দিশারী যুব ক্লাব এর সহযোগীতায় আজ ৭ জানুয়ারি বৃহস্পতিবার অসহায় শীতার্ত ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – হাড়ীয়ারকুঠি ইউনিয়নের সাবেক চেয়্যারমান(সাংগঠনিক সম্পাদক)জাসদ।(কেন্দ্রীয় কমিটি/সাধারণ সম্পাদক/সভাপতি) রংপুর জেলা জাসদ। তারাগঞ্জ উপজেলা জাসদ (সভাপতি) মহাশয়,জননেতা-বাবু কুমারেশ রায়। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাবু নিমাই রায়(সহ-সভাপতি) তারাগঞ্জ উপজেলা জাসদ। জনাব মোঃ রশিদুল ইসলাম(সাধারণ সম্পাদক)তারাগঞ্জ উপজেলা জাসদ।জনাব মোঃ আব্দুল হান্নান (নান্নু) (যুগ্ন সাধারণ সম্পাদক)তারাগঞ্জ উপজেলা জাসদ। জনাব মোঃ গোলাম মোস্তফা(সাংগঠনিক সম্পাদক) তারাগঞ্জ উপজেলা জাসদ। বাবু হরলাল রায় (দপ্তর সম্পাদক)তারাগঞ্জ উপজেলা জাসদ। জনাব অহেদুল হক প্রামানিক(সহ-সভাপতি) বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ, রংপুর জেলা শাখা এবং জনাব মোজাম্মেল হক (সভাপতি) আলোর দিশারী যুব ক্লাব। জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জাসদ রংপুর জেলা কমিটির সমাজসেবা সম্পাদক। কূর্শা ইউনিয়ন কমিটির (সভাপতি) হৃদয় রায়। (সাধারণ সম্পাদক)নাজমুল হক সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি মোঃ মোজাম্মেল হক এর সভাপতিত্বে সমাপ্তি ঘটে।