তারাগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ রংপুর জেলা তারাগঞ্জ উপজেলার সয়ার দামোদরপুর মামুনপাড়ার বাসিন্দা সয়ার ইউনিয়নের আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আসন্ন ইউপি নির্বাচনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান এর ছেলে মটরশ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মোঃ আপন সরকার রাসেল ঢাকা থেকে গতকাল ১১জানুয়ারি সোমবার বিকেলে তারাগঞ্জ উপজেলার সয়ার মামুনপাড়া তাঁর নিজ গ্রামে আগমন উপলক্ষে তাঁকে তারাগঞ্জ নতুন চৌপথিস্থ তারাগঞ্জ সরকারি কলেজ গেইটের মুলফটকে নিজ মাইক্রো থেকে রিসিভ করে ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন তারাগঞ্জ উপজেলার মটরশ্রমিক লীগ, ছাত্রলীগের জুনিয়র নেতাকর্মীবৃন্দ। নেতাকর্মীবৃন্দ তাঁকে মোটরসাইকেল শোভাযাত্রার বহরে  তাঁর আগমনকে স্লোগানে মুখরিত করে তারাগঞ্জ থেকে বুড়ীরহাট রোডস্থ দামোদরপুর মামুনপাড়াস্থ তাঁর বাড়িতে এসে দেখা করে  শুভেচ্ছা ও মতবিনিময় জ্ঞাপন করেন।