তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুর জেলার তারাগঞ্জে বাংলাদেশ পুলিশ তারাগঞ্জ থানা প্রশাসন বিভাগের আয়োজনে আজ ৭ই মার্চ রবিবার যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উৎযাপন করা হয়।
তারাগঞ্জ থানা চত্বরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে কেক কেটে আনন্দ উৎযাপন এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আনন্দ উৎযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, এএসপি (সার্কেল-বি) সিফাত-ই-রাব্বান, আওয়ামীলীগ সভাপতি আতিয়ার রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ছাইদেল কাওনাইন বায়োজিত বোস্তামী , মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমীন, মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন, কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার, ইকরচালী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, তারাগঞ্জ থানার ওসি ফারুক হোসেন সহ আওয়ামী-লীগ নেতাকর্মী বৃন্দ ।