তারাগঞ্জ(রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জ উপজেলা সয়ার ইউনিয়ন ৩নং ওয়ার্ড সংলগ্ন চিকলী নদীর ধোলাই ঘাটে মাছ ধরতে গিয়ে মোঃ অালী হোসেন (৪৫)নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছে অাজ ২৬ সেপ্টেম্বর শনিবার এমন ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষ দর্শীরা বলেন- মোঃ অালী হোসেন (৪৫) পিতাঃ কান্দুরা মামুদ, বদরগঞ্জ উপজেলা রাঁধানগর ইউনিয়ন দিলালপুর (দর্জিপাড়া) গ্রামের ঐ ব্যক্তি প্রতিদিনের মতো সকাল ৯ টায় ধোলাই ঘাট নদীতে মাছ ধরতে অাসে এক পর্যায় ঐ ব্যক্তি জালসহ নদী পাড় হয়ে অাসতে চেষ্টা করলে নদীর মাঝ তীব্র স্রোতে নিখোঁজ হয়েছে। নিখোঁজ ঐ ব্যক্তির দুই ছেলে-দুই মেয়ে এবং বড় ছেলেটি প্রতিবন্ধী বলে জানা যায়। এ খবর শুনতে পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস ইউনিট উদ্ধার কর্মী,ডুবুরি সহ স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালাতে থাকে। সন্ধ্যা পর্যন্ত চেষ্টার পরেও ঐ নিখোঁজ ব্যক্তির সন্ধান ও উদ্ধার করতে পারেনি কেউ । নিখোঁজ ঐ ব্যক্তিকে ঘিরে এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করেছে ।