তারাগঞ্জ ( রংপুর) প্রতিনিধিঃ আজ শনিবার কাংলাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাগরণী চক্র ফাউন্ডেশন, রিয়ালাইজ প্রকল্প, নেট বাংলাদেশ এবং বি এম জেড জার্মানি কর্তৃক আয়োজিত শিক্ষা উন্নয়ন কমিটি গঠন( EDC) সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মৃত্যুন্জয় রায়, সহকারি শিক্ষক মো:মহসীন আলী, সাংবাদিক-তরণী কান্ত সুমন, মোঃআজিজুল ইসলাম (EO)জাগরণী চক্র ফাউন্ডেশন রিয়ালাইজ প্রকল্প,এবং লক্ষণ চন্দ্র (ESO)জিবন কৃষ্ণ র্বমন (ESO)রিয়ালাইজ প্রকল্প জাগরণী চক্র ফাউন্ডেশন,তারাগন্জ রংপুর।উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,অভিভাবক-ছাত্র সাংবাদিক সহ আরো অনেকে। উক্ত সভায় সভাপতিত্ব করেন মো:ফরিজুল ইসলাম।
পরে মো:মোশফেকুর রহমান রনিকে সভাপতি মনোনীত করে-মোঃ অাশরাফ শেখ, অাব্দুল কাদের শেখ, রহিদুল ইসলাম, খোরশেদ অালম শেখ, মানিক চন্দ্র, বিপুল চন্দ্র, ফরিজুল শেখ,স্বপ্না রাণী ,শোভা রাণী, কৃষ্ণনা রাণী, পারুল রাণী, রুবাইয়া (ছাত্রী) বিমল চন্দ্র এবং তরণী কান্ত সুমন ১৫ সদস্য বিশিষ্ট শিক্ষা উন্নয়ন কমিটি(EDC) সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়। অনুষ্ঠানটি শিক্ষাকার্যক্রম মূলক বিভিন্ন অালোচনার মধ্যে দিয়ে সমাপ্তি ঘটে।