তারাগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলার রহিমাপুর চাকলা থেকে খিয়ারপাড়া, মন্ডল পাড়া, দোলাপাড়া, কাশিয়াবাড়ি এখন হুমকির মুখে, দিশাহারা এলাকাবাসি। নিরাপদ অাশ্রয় তাদের এখন শুধুই স্বপ্ন। তারাগঞ্জ থেকে প্রহমান যমুনাশ্বরী নদীটি এখন এলাকাবাসির দুঃচিন্তার কারন হয়ে উঠেছে। নদীর ভয়াবহতা দিনদিন কৃষকদের যেমন অাবাদী জমি গ্রাস করছে, তেমনি কেড়ে নিতে বসেছে তাদের বসতভিটা এবং শেষ অাশ্রয়টি। যদিও নদীর পাড় ভাঙ্গন রোধে অল্পকিছু এলাকা সিমেন্ট পাথর বসিয়ে রোধ করা হয়েছে এবং কিছু এলাকাবাসি এখনও সেই নির্মাণ বাঁধ থেকে বঞ্চিত রয়েছে। ফলে তারা হতাশা গ্রস্তের মধ্যে জীবন যাপন করছে। নদীর তীর পানিতে ভরিয়ে এখন তাদের বসতবাড়ি ছুঁইছুঁই। নদীর এই ভয়াবহতা পানি দেখে চোখে অন্ধকারের বিষণ্ণতা নিয়ে বেঁচে অাছে এলাকাবাসি। কবে কখন যে তাদের শেষ অাশ্রয়টি নদী গিলে বসে। নদীর ভাঙ্গনে দিনে দিনে হারাতে বসেছে তাদের রাস্তাসহ বসত বাড়ি। এই ভয়ানক অবস্থা থেকে বাঁচাতে যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সুদৃষ্টি অাশা করেছেন এলাকাবাসিরা।