তারাগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়ন শ্যামগঞ্জ গ্রামে বিয়ের দাবিতে তিনদিন ধরে প্রেমিকের বাড়িতে এক প্রেমিকার অনশন-এমনটি ঘটেছে। খোঁজ নিয়ে জানা যায়- শ্যামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত রায়ের বেকার ছেলে শ্রী নন্দরাজ রায় (২৮) বছর বয়সী এক যুবকের সঙ্গে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কেল্লাবাড়ি (বাবুপাড়া) গ্রামের ভুপেন্দ্র নাথ রায়ের মেয়ে তারাগঞ্জ জিকেএস স্কুল এন্ড কলেজের সহ-শিক্ষিকা মুক্তি রাণী রায় (২৪)এর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রণয়ী সম্পর্ক করে অাসছিলো। এক পর্যায় দুইজনের সিদ্ধান্তে তাঁদের ভালোবাসা মজবুত ও স্থায়িত্ব করার জন্য এক বছর পূর্বে কোর্ট এফিডেফিটের মাধ্যমে তাঁরা বিয়ে করেন। বিয়ের পর থেকে নন্দরাজ হঠাৎ বদলে যায় এবং প্রায় তিন মাস থেকে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে নিজেকে অাড়ালে রাখতে থাকে । তাই কোন উপায় না পেয়ে গত শ্রক্রবার সন্ধ্যায় প্রেমিকের বাড়ীতে স্ত্রীর অধিকার প্রতিষ্ঠিত করে বউ হয়ে নন্দরাজের ঘরে উঠেছেন বলে জানিয়েছেন-প্রেমিকা মুক্তি রাণী। এ অবস্থায় প্রেমিক নন্দরাজ অাত্নগোপন করেছেন।