তারাগঞ্জ(রংপুর)প্রতিনিধি: রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ সরকারি কলেজ গেট সংলগ্ন রংপুর-দিনাজপুর মহাসড়কে মোটরগ্যারেজে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফারণে অাহত-২ জন।
ঘটনাস্থল সরজমিনে প্রতক্ষদর্শীরা বলেন-অাজ বিকেল অানুমানিক ৪টায় মোটরগ্যারেজ এর মালিক কালার বাবা মোঃ অাবদ্দি হোসেন(৬০) নামে ঐ ব্যক্তি গ্যারেজটিতে থাকা অবস্থায় হঠাৎ করে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে। প্রায় ১০০০ লিটার কম্প্রেসার ড্রামটি মহাসড়ক পেরিয়ে প্রায় ৬০ ফিট দুরত্তে ছিটকে যাওয়ায় ঐ সময় পথচারী এক মহিলা সাবেয়া খাতুন (৬০) সহ গ্যারেজ মালিক এই বিস্ফারণে অাহত হন। অাহতদের হাসপাতালে পাঠানো হয় বলে জানা যায়।অনেকের ধারনা মেশিনটি পুরাতন হওয়ায় এমন দুর্ঘটনাটি ঘটতে পারে । রাস্তার পাশে এমন মোটরগ্যারেজ থাকাটা নিরাপদ নয় বলে অনেকে মনে করেন। এ সময় তারাগঞ্জ ইউএনও অফিসার অামিনুল ইসলাম পরিদশর্ন করতে এলে এই দুর্ঘটনার কারন জানতে চাইলে তিনি বলেন – অামি এই মাত্র খবরটি শুনেই এসেছি কারনটি খতিয়ে দেখার চেষ্টা করছি।