তারাগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তারাগঞ্জ উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষ কোভিড-১৯ স্বাস্থ্য সচেতনতায় মুখে মাস্ক লাগিয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী দূরত্ব বজায় রেখে একুশের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান। প্রথমে তারাগঞ্জ উপজেলা প্রশাসন কর্মকতাবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।
এতে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলার প্রশাসন কর্মকতাবৃন্দ , তারাগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার আমিনুল ইসলাম, তারাগঞ্জ উপজেলা চেয়্যারমান আনিছুর রহমান লিটন, এবং বাংলাদেশ আওয়ামী-লীগ তারাগঞ্জ শাখার সভাপতি আলহাজ্ আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক চেয়ারম্যান হারুন অর-রশিদ বাবুল।
পরে তারাগঞ্জ উপজেলা শাখা আওয়ামী-লীগ ছাত্রলীগ, কৃষক-লীগ সেচ্ছাসেবক-লীগের নেতাকর্মী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মী , তারাগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিক , তারাগঞ্জ ও/এ সরকারি ডিগ্রী মহাবিদ্যালয়, তারাগঞ্জ ও/এ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র-শিক্ষকবৃন্দ সহ বিভিন্ন সরকারি দফতর, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।