তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: শিক্ষাই জাতীর মেরুদণ্ড। তাই শিক্ষা ব্যবস্থাকে উন্নত এবং শিশুসুলভ আচরনের মধ্যে শিক্ষাথীর্দের পাঠদান। এবং তাদের জন্য উপযুক্ত পরিবেশে লেখা-পড়ার পাশাপাশি বিনোদন মুলক ব্যবস্থা। ছাত্র- ছাত্রীদের প্রয়োজনীয় উপকরন সংগ্রহ এবং শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা তুলে ধরে সমস্যা দুর করা দরকার। তারই লক্ষে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা সয়ার কাংলাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাগরণী চক্র ফাউন্ডেশন, রিয়ালাইজ প্রকল্প, নেটজ বাংলাদেশ এবং বি এম জেড, কতৃক আয়োজিত শিক্ষা উন্নয়ন কমিটির ( EDC) অবহিতকরন সভা ৮ ডিসেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন অএ বিদ্যালয়ের SMC কমিটির সভাপতি মো:ইজহারুল শেখ,শিক্ষা উন্নয়ন কমিটির সদস্য বৃন্দ এবং মো:আজিজু ইসলাম (EO) লক্ষণ চন্দ্র (ESO) জাগরণী চক্র ফাউন্ডেশন রিয়ালাইজ প্রকল্প।মোশফিকুর রহমান রনি (সভাপতি EDC)। উক্ত সভায় EDC সদস্যদের দায়িত্ব,কর্তব্য SMC কমিটির সদস্যদের দায় দায়িত্ব এবং উক্ত বিদ্যালয়ের বার্ষিক উন্নয়ন কর্মপরিকল্পনা সহ বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা হয়। অনুষ্ঠানটি মোঃ মোশফিকুর রহমান রনি’র সভাপতিত্বে সমাপ্তি ঘটে।