তারাগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলা “কৃষি জমির বিজ্ঞান সম্মত ব্যবহার” এই স্লোগানে আজ ৩০ নভেম্বর/২০ সোমবার তারাগঞ্জ উপজেলা চত্বরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। উক্ত বিজ্ঞান মেলায় মোট ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রী অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠানগুলো হলো-নেকির হাট মাদ্রাসা, তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল ও কলেজ, চাঁন্দের পুকুর উচ্চ বিদ্যালয়, তারাগঞ্জ শিশু নিকেতন, তারাগঞ্জ ও/এ ফাজিল স্নাতক মাদ্রাসা, তেতুলতলা উচ্চ বিদ্যালয়, ঘনিরামপুর বড়গোলা উচ্চ বিদ্যালয়, দোহাজরী বিড়াবাড়ি  ইসলামিয়া দাখিল মাদ্রাসা, হাতিবান্ধা উচ্চ বিদ্যালয়, ডাঙিগর হাট স্কুল  এন্ড কলেজ, ডাঙিগর হাট স্কুল  এন্ড কলেজ, ইকরচালি উচ্চ বিদ্যালয়, তারাগঞ্জ ও/এ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়, হাড়িয়ার কুঠি দ্বিমুখী দাখিল মাদ্রাসা , তারাগঞ্জ ওয়াকফ্ এস্টেট সরকারী কলেজ, সয়ার কাজীপাড়া স্কুল ও কলেজ, লক্ষীপুর মাঝের হাট বালিকা দাখিল মাদ্রাসা, বুড়ীরহাট উচ্চ বিদ্যালয়,কূর্শা আদর্শ  উচ্চ বিদ্যালয়, বরাতী উচ্চ বিদ্যালয়, ফাজিলপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এবং কাশিয়াবাড়ি স্কুল এন্ড কলেজ। বিজ্ঞান ও প্রযুক্তি মেলার বিভিন্ন স্টল পরিদশর্ন করেন -তারাগঞ্জ উপজেলা আওয়ামিলীগ সভাপতি- জনাব আলহাজ আতিয়ার রহমান, প্রধান অতিথি তারাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব-আনিছুর রহমান লিটন, তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব-আমিনুল ইসলাম, তারাগঞ্জ উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব- মোস্তফা জামান চৌধুরী,
ভাইস্ চেয়ারম্যান জনাব,মোঃ বায়োজিত বোস্তামি, প্রধান শিক্ষক-শিসিন চন্দ্র সহ অন্যান্য অতিথিবৃন্দ।