তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের তারাগঞ্জ উপজেলায় অালমপুর ইউনিয়ন পরিষদে উপ-নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ দেলোয়ার হোসেন। গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) অালমপুর ইউনিয়নে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কঠোর নিরাপত্তার সঙ্গে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে- অালমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মঞ্জুর কাদের চৌধুরী (সবুজ)বার্ধক্য জনিত কারনে ১৫ ই মে মৃত্যু বরণ করলে পদটি শূন্য ঘোষনা করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী ঐ শূন্য পদের জন্য উপ-নির্বাচনের ঘোষনা দেন তারাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা। উক্ত চেয়ারম্যান পদে ৪ জন পদ প্রার্থীর প্রতিদ্বন্দ্বী নিয়ে গতকাল উপ-নির্বাচন দিনব্যাপী ৯ টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে ভোট গণনা করে ফলাফল প্রকাশ করেন। নৌকা প্রতীক নিয়ে মোঃ দেলোয়ার হোসেন – ৫৯০৩ ভোট । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী চশমা প্রতীক নিয়ে মোঃ খাইরুল ইসলাম- ৪২৫৫ ভোট এবং লাঙ্গল প্রতীক নিয়ে রোজিনা খাতুন চৌধুরী-২১০৭ ভোট পেয়েছেন বলে ঘোষনা করে জানান- রিটার্নিং অফিসার মোঃ মেরাজ হোসেন।
এবং র্নৌকা প্রতীক নিয়ে বেসরকারি ভাবে মোঃ দেলোয়ার হোসেনকে চেয়ারম্যান নির্বাচিত করেন।