তারাগঞ্জ ( রংপুর) প্রতিনিধি: গত বুধবার তারাগঞ্জ উপজেলা ইকরচালি ইউনিয়ন কাচনা গ্রামের সুলতান মিয়ার ছেলে সুরুজ মিয়া (১৫) নামে এক স্কুল ছাত্র বজ্রপাতে নিহত। ঘটনাস্থলে প্রত্যক্ষ দর্শী এবং নিহত পরিবার বলেন- বিকেল অানুমানিক ৩ টার সময় যখন একটু করে বৃষ্টি পড়তে থাকে টিক সময় সুলতান মিয়ার ছেলে সুরুজ মিয়া (১৫) টনিজাল নিয়ে পাশে কাতলমারি দোলায় মাছ ধরতে যায় এবং ধরতে থাকে। এক পর্যায়

বিকেল ৩:৩০ মিনিটে অাকাশের অবস্থা বেশি খারাপ হয় এবং হঠাৎ করে অাকাশে বজ্রপাত ঘটলে ঐ সময় ঘটনাস্থলে সুরুজ মিয়া বজ্রাঘাতে নিহত হয়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে নিহত সুরুজ মিয়াকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে অাসে। নিহত সুরুজ মিয়া ইকরচালি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। এখবর শুনতে পেয়ে সুরুজ মিয়ার মরদেহ দেখতে অাসেন ইকরচালি ইউনিয়ন চেয়ারম্যান সহ এলাকার স্থানীয় লোকজন।