তারাগঞ্জ(রংপুর)প্রতিনিধি: রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় এশিয়ান টিভি’র বর্ষপূর্তি অনুষ্ঠিত। আজ সোমবার ১৮ জানুয়ারি বিকেলে তারাগঞ্জ উপজেলা মুক্তি যোদ্ধা কমপ্লেক্স ভবনে ৮ম বর্ষপূর্তিতে ৮ পাউন্ড ওজনে কেক কেটে আনন্দঘন পরিবেশে বর্ষপূর্তি অনুষ্ঠানটি পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রথম পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি -তারাগঞ্জ উপজেলা ভাইস্ চেয়ারম্যান জনাব, মোঃ বায়োজিত বোস্তামী। ২ নং কূৃর্শা ইউনিয়নের চেয়্যারমান জনাব, মোঃ আফজালুল হক সরকার। মুক্তিযোদ্ধা জনাব,শহিদুল্লাহ পাঠোয়ারি। তারাগঞ্জ উপজেলা শাখা সেচ্ছাসেবক- লীগ তরুণ নেতা মোঃ রিয়াদুন নবী রিয়াদ। তারাগঞ্জ উপজেলা এশিয়ান টিভি, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মোঃ হাফিজার রহমান এবং মানবজমিন প্রতিনিধি মোঃ খাইরুল ইসলাম বিপ্লব। দ্বিতীয় পর্বে কেটে বর্ষপূর্তি পালিত হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন – টিটিভি,দৈনিক বাংলাদেশ চিত্র প্রতিনিধি কবি ও শিশুসাহিত্যিক -তরণী কান্ত সুমন। দৈনিক সংবাদ প্রতিনিধি আশরাফুল ইসলাম।  দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি দিপক রায় দিপু। গ্রামকথা প্রতিনিধি মমিনুর সরকার, আব্দুস সালাম, শফিকুর রহমান সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ । অনুষ্ঠানটি এশিয়ান টিভির তারাগঞ্জ প্রতিনিধি মোঃ হাফিজার রহমান এবং সহযোগী তরণী কান্ত সুমন’র সঞ্চালনায় সমাপ্তি ঘটে।