তারাগঞ্জ(রংপুর)প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলা পূর্ব কাংলাচড়া সার্বজনীন দূর্গা মন্দিরে দূর্গোৎসব-১৪২৭ খ্রিষ্টাব্দ উপলক্ষে ৫ দিন ব্যাপী অনুষ্ঠিত নৃত্য/ড্যান্স/নাটকে অনুগ্রহণ প্রতিযোগীদের মাঝে পুরস্কার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। পূজা কমিটির পূর্ব ঘোষিত অনুযায়ী বিজয়াদশমী শেষে গতকাল কর্তৃপক্ষের নিদের্শ অনুযায়ী বিচারক মন্ডলির দ্বারা নির্বাচিত সেরা ১০ জন শিল্পী সহ মোট ৫০ জন অংশগ্রহণ প্রতিযোগীদের মাঝে পুরুস্কার সামগ্রী বিতরণের এই অায়োজনের সমাপ্তি ঘটে। এসময় উপস্থিত থেকে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন- পূর্ব কাংলাচড়া সার্বজনীন দূর্গা মন্দিরের জমিদাতা এবং পুজা কমিটির সম্মানিত উপদেষ্টা বাবু ধিরেন্দ্র নাথ রায়, কবি ও শিশুসাহিত্যিক এবং সাংবাদিক -তরণী কান্ত সুমন, এন জিও কর্মকতা বাবু নারায়ন চন্দ্র রায়, পুজা কমিটির সম্মানিত সভাপতি – বিপুল চন্দ্র (বিপ্লব) পূজাকমিটির সদস্য সহ অারো অনেকে।