তারাগঞ্জ প্রতিনিধিঃ
তারাগঞ্জ-বদরগঞ্জ চেংমারি সড়ক দুর্ঘটনায় নিহত -২ জন । আজ আনুমানিক বিকেল ৪ টায় তারাগঞ্জ-বদরগঞ্জ(চেংমারি) পেট্রোল পাম্প সংলগ্ন সড়ক দিয়ে একই মোটর বাইকে করে ৪ জন বদরগঞ্জ থেকে তারাগঞ্জের দিকে আসছিলো সামনে বাস কে অতিক্রম করতে গিয়ে রংপুর থেকে আসা ট্রাক মুখোমুখি মোটর বাইকের সঙ্গে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে । ঘটনাস্থলে ইসমে আজম শেখ নামে ১ যুবকের মৃত্যু হয় এবং রাত আনুমানিক ৮: ৩০ মিনিটে রংপুর সরকারি হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় আমিনুর হোসেন পেট্রোল নামে আরো এক জনের মৃত্যু ঘটে ।
বাকি ২ জন আহত অবস্থায় চিকিৎসাধীনে রয়েছে। তারা হলেন -তারাগঞ্জ উপজেলা সয়ার ইউনিয়ন শেখপাড়া নিবাসি নজরুল শেখ এর ছেলে ইসমে অাজম শেখ ( ৪০),আলম শেখ এর ছেলে জাকারিয়া শেখ খরকু (৩৬), কাংলাচড়া নিবাসি ছকমাল হোসেন ছকো এর ছেলে আমিনুর হোসেন পেট্রোল (২২) এবং ছোট দোলাপাড়ার খোকা রাম এর ছেলে নিমাই চন্দ্র (৩৬)। নিহত ইসমে অাজম শেখের মরদেহ তার পরিবার আজ অানুমানিক সন্ধ্যা ৭ টায় রংপুর হাসপাতাল থেকে নিজ বাড়ীতে দাফনের জন্য নিয়ে আসে।