তারাগঞ্জ(রংপুর)প্রতিনিধি : তারাগঞ্জে রংপুর-দিনাজপুর মহাসড়কে সিমেন্ট ভর্তি ট্রাকের সামনের চাকা পাম্পচার হয়ে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অাহত ২ জন এমন দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে প্রত্যক্ষ দর্শীরা বলেন- গত সোমবার অানুমানিক ভোঁর ৫ টায় ঢাকা থেকে অাসা দিনাজপুর গামী একটি সিমেন্ট ভর্তি ১০ চাকার ট্রাক তারাগঞ্জ মহাসড়ক দিয়ে অাসছিলো এমন সময় নতুন চৌপথি সংলগ্ন সিলেট মিষ্টি দোকানের কাছে এসে ঐ ট্রাকটির সামনের চাকা পাম্পচার হলে ট্রাক চালক গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে ফেল্লে মুসা খাঁনের মালিকানাধীন খাঁন ট্রেডার্স ব্যবসায়ী প্রতিষ্ঠান রর্ড এ্যাঙেল পাতির দোকানে এসে অাঘাত করে এবং দোকান ভেঙে ট্রাকটি ভিতরে ঢুকে উল্টে যায়। এ সময় স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিস উদ্ধার কর্মী, হাইওয়ে পুলিশ এসে নাম না জানা দুই ব্যক্তি ট্রাক ড্রাইভার ও হেলপার কে গুরুতর অাহত অবস্থায় উল্টে যাওয়া ট্রাক থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।