তারাগঞ্জ (রংপুর)প্রতিনিধি : তারাগঞ্জ উপজেলা কূর্শা ইউনিয়নের রহিমাপুর সরকার পাড়া রাস্তাটির বেহাল দশা। অথচ এই রাস্তা দিয়ে হাজার মানুষ হাটবাজার ক্লিনিক স্কুলের ছাত্র-ছাত্রী শিক্ষক স্কুলে তাদের নিত্যদিন যোগাযোগব্যবস্থা চাহিদার জন্য রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত বিভিন্ন দূর্ঘটনা দুর্দশার মধ্যে দিয়ে রাস্তা পাড়ি দিচ্ছে । সরজমিনে এই দুর্দশার চিত্র বড়ই করুণ। উন্নত দেশ হিসেবে গ্রামের এই রাস্তাঘাট গুলোতে উন্নয়নের তেমন কোন ছোঁয়া লাগেনি। নেই কোন রাস্তার পানি নিষ্কাশন ব্যবস্থা নেই ক্যানেল এর ব্যবস্থা। ফলে একটু বৃষ্টিতে গর্ত অার কাদায় ভড়ে যায় রাস্তাটি মানুষের চলাচলে অনুপযুক্ত হয়ে উঠে পেতে হয় নানা দুর্ভোগ দুর্দশা। এই দুর্দশা থেকে রহিমাপুর বাসি কবে মুক্তি পাবে জানতে চায় তারাগঞ্জ উপজেলা সহ কূর্শা ইউনিয়ন প্রতিনিধিদের কাছ থেকে।এই রাস্তাটির দুর্ভোগ নিরসনে ২নং কুর্শা ইউনিয়ন চেয়ারম্যানের সুদৃষ্টি অার্কষন করেছেন রহিমাপুর এলাকাবাসিরা।