তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ আজ শনিবার সয়ার ডাড়ারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাগরণী চক্র ফাউন্ডেশন অায়োজিত’রিয়ালাইজ প্রকল্প নেটজ বাংলাদেশ ও বিএম জেড জার্মানি কতৃক আয়োজিত অত্র বিদ্যালয়ের শিক্ষা উন্নয়ন কমিটি(EDC)গঠন সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক জনাব মো: বেলাল উদ্দিন । উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা: আমেনা বেগম সহ:শিক্ষিকা মোছা: রোকসেনা বেগম সহ:শিক্ষক মো: আবুল কালাম আজাদ মো: আসাদুল ইসলাম আসাদ (UM)জাগরনী চক্র ফাউন্ডেশন রিয়ালাইজ প্রকল্প, মো: আজিজুল ইসলাম (EO)জাগরনী চক্র ফাউন্ডেশন,লক্ষণ চন্দ্র ( ESO) মোছা: রাজিয়া সুলতানা( ESO )লতা রায়(ESO)জীবন কৃষ্ণ বর্মন (ESO) জাগরনী চক্র ফাউন্ডেশন রিয়ালাইজ প্রকল্প, সাংবাদিক- তরণী কান্ত সুমন এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,SMCসদস্য অভিভাবক,শিক্ষানুরাগী ব্যক্তি প্রমুখ।পরে সর্ব সম্মতিক্রমে মোহাম্মদ মোজাম্মেল ইসলামকে সভাপতি করে ১৫ সদস্য বিশিষ্ট শিক্ষা উন্নয়ন কমিটি (EDC) গঠন করা হয়। সভায় শিক্ষা উন্নয়ন মূলক বিভিন্ন অালোচনার মধ্য দিয়ে মোঃ বেলাল উদ্দিন এর সভাপতিত্বে সভার সমাপ্তি ঘটে।