তিন দিনের সফরে কিশোরগঞ্জে পৌঁছেছেন রাষ্টপতি মোঃ আবদুল হামিদ 
মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন, ইটনা ও অষ্টগ্রামে তিন দিনের সফরে মিঠামইন উপজেলায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩ টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে করে মিঠামইন হেলিপ্যাডে অবতরণ করেন তিনি।
এ সময় কিশোরগঞ্জ-৪ (মিঠামইন-ইটনা- অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে সেখান থেকে মিঠামইন ডাকবাংলোয় পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার প্রদান করা হয়। সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি অডিটোরিয়াম ভবনে স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
১৫- ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনের সফরে কিশোরগঞ্জে এসেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি তার নিজ উপজেলা মিঠামইনসহ ইটনা ও অষ্টগ্রাম উপজেলায় সফর করবেন।