ফয়সাল চৌধুরী (নেত্রকোণা) প্রতিনিধি: রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের একটি ভবনের টয়লেট থেকে ইসরাত জাহান তুষ্টি (২১) নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রবিবার (০৬ জুন) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। তুষ্টির গ্রামের বাড়ি নেত্রকোণার আটপাড়ার নীল কণ্ঠপুর গ্রামে। তুষ্টির অকাল মৃত্যুতে তাঁর গ্রামে চলছে শোকের মাতম, তুষ্টির মৃত্যুতে পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া, ‘তুষ্টি, কই গেলিরে মা’ তোমারা আমার তুষ্টিরে এনে দাও, বলে বিলাপ করছিলো তুষ্টির মা, তুষ্টির বাবা তাজ উদ্দিন মিয়া বলেন পড়াশোনায় খুব মেধবী ছিলো তুষ্টি, লক ডাউনেও ঢাকা থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলো, তুষ্টির শ্বাসকষ্টের সমস্যা ছিলো সম্পর্কে দাদা, তাজউদ্দীন বলেন মেয়ে হিসাবে তুষ্টি ছিলো গ্রামে সেরা , তুষ্টির দুই ভাই এক বোনের মধ্যে সে ছিলো দ্বিতীয়, ছোট ভাইয়ের বয়স ৫, তুষ্টির বাবা কৃষক৷ পরিবারের অবস্থা তেমন ভাল না, তুষ্টির খালাতো ভাই সোহেল (২৫) বলেন তুষ্টির স্বপ্ন ছিলো সে সরকারি চাকুরী করে পরিবারের অভাব অনটন দূর করবেন। তাই লক ডাউনেও সে ঢাকায় থেকে পড়াশোনার প্রস্তুতি নিচ্ছিলেন। ‘ এখন সব স্বপ্ন শেষ। তুষ্টির চাচা প্রভাষক ইমাম হোসাইন বলেন তুষ্টি ছোট বেলায় ছিলো খুব মেধাবী, তুষ্টির মৃত্যুতে আমাদের পুরো পরিবার শোকাচ্ছন্ন। ঢাকা থেকে লাশ আনতে পাঠানো হয়েছে তুষ্টির আরেক চাচা মোয়াজ্জেল হোসেন। আগামীকাল সকাল ১১ টায় নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তুষ্টির দাফন সম্পন্ন হবে ফয়সাল চৌধুরী ।