<<ঈদ বার্তা >>

জাতির বার্তা ডেস্কঃ 

আসসালামু আলাইকুম

প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা  ঈদ মোবারক । আপনারা জানেন  বিশ্বে  এখন চলছে করোনা মহামারী, প্রাণঘাতী এ ভাইরাস অনেকের জীবনই শুধু কেড়ে নিচ্ছে না পুরো জাতির চলাফেরায় অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করেছে । এরকম এক পরিস্থিতিতে  উদযাপিত হচ্ছে ঈদুল আযহা । ঈদ এর অর্থ উৎসব আর আযহা এর অর্থ হলো ত্যাগ, উৎসর্গ করা অর্থাৎ ঈদুল আযহা এর  অর্থ ত্যাগের  উৎসব ।  পশু কোরবানি দেওয়ার মধ্যে দিয়ে মহান আল্লাহকে সন্তুষ্ট করা হচ্ছে ।  মহান আল্লাহ তাআলা সবার এই কোরবানিকে কবুল করে নিয়ে বিশ্ব পরিস্থিতি স্বাভাবিক করে দেন এটাই যেন হয় আমাদের  প্রার্থনা। ঈদের আনন্দ যেন হয় আমাদের পরোপকারে । বিশেষ করে  আমাদের  আশেপাশের অনেক  প্রতিবেশিরা  আছে  যাদের ঈদের আনন্দ মোটেও নেই, তাদের খোঁজ নিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সমাজের উচ্চ বিত্তশালীদের প্রতি আমার অনুরোধ। সাস্থ্য বিধি মেনে আমরা পবিত্র ঈদুল আযহা পালন করি। ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক সবার জীবন ।  সকলকে ধন্যবাদ ।

 

মোঃ আশরাফুল ইসলাম সবুজ 

সম্পাদক,দৈনিক জাতির বার্তা    ||