নিজস্ব প্রতিবেদকঃ  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তে রাশিয়া থেকে ক্রয়কৃত অত্যাধুনিক প্রযুক্তির হেলিকপ্টার যুক্ত হলো। যার মাধ্যমে জল, স্থল এবং অাকাশ পথে নিজেদের শক্তি অারো বাড়ালো বিজিবি। অাজ ০৮/১১/২০২০ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই হেলিকপ্টার দুটির উদ্বোধন ঘোষণা করেন। প্রধানমন্ত্রী অাশা ব্যক্ত করেন বিজিবি একসময় পৃথিবীর সবচেয়ে অাধুনিক এবং চৌকস বাহিনী হিসেবে গড়ে উঠবে। এছাড়াও,  বিজিবিকে সমৃদ্ধশালী করতে অারো অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ক্রয় করার অাশ্বাসও ব্যক্ত করেন তিনি।।