শেখ আব্দুল্লাহ উসামা
বিশেষ প্রতিনিধিঃ দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত আলেমে দ্বীন, দক্ষিণ আফ্রিকা মুসলিম জুডিশিয়াল কাউন্সিলের নির্বাহী ম্যাজিস্ট্রেট, দক্ষিণ আফ্রিকার আবসা ও এফএনবির ইসলামী ব্যাংকিং শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান শায়খ তাহা করান ইন্তেকাল করেছেন।

তিনি বৃহস্পতিবার রাতে কেপটাউনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। শায়খ তাহা করান দক্ষিণ আফ্রিকার একজন বিজ্ঞ মুফতি এবং স্বনামধন্য ইসলামিক স্কলার। দক্ষিণ আফ্রিকার কেপটাউনের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা শায়খ ইউসুফ করান কেপটাউনের অন্যতম প্রাচীন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ছিলেন।

শায়খ তাহা করান ভারত, পাকিস্তান, মিসর, দুবাই ও সৌদি আরবে কোরআন, হাদিস ও ফিকাহ শাস্ত্রের ওপর উচ্চশিক্ষা লাভ করেন। তিনি দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকা মহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেম ছিলেন।