ভোলা প্রতিনিধিঃ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা ও বন্ধু,,

এই গানকে বাস্তবে রুপ দিলেন ভোলার বোরহানউদ্দিন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম মিয়া।

৩ জন মেধাবী দরিদ্র শিক্ষার্থীর এইচএসসি’তে পড়াশোনার যাবতীয় দায়িত্ব নিয়েছেন বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম। সোমবার সকালে  পৌর মেয়র বোরহানউদ্দিন পৌরসভা কার্যালয়ে ওই তিন শিক্ষার্থীর হাতে প্রাথমিক খরচ হিসেবে ৩৩ হাজার টাকা তুলে দেন। এর আগে তিনি তাঁদের এসএসসিতে  অর্জিত ফলাফল ধরে রাখার পাশাপাশি সু-নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহবান জানান।

দারিদ্রতার কারণে ওই তিন শিক্ষার্থীর পরবর্তী পড়াশোনা অনিশ্চয়তার মধ্যে পড়ে যা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। ওই সংবাদ দেখে পৌর মেয়র মো. রফিকুল ইসলাম তাঁদের পড়াশোনার যাবতীয় দায়িত্ব নেন।