দর্শক ছাড়া ও কম দল নিয়ে করোনাকালীন সময় খেলাধুলা চলবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
মোঃ আব্দুল হামিদ,গাজীপুর প্রতিনিধিঃ
স্বাস্থ্যবিধি মেনে যতটুকু সম্ভব দর্শকবিহীন ও কম দল নিয়ে করোনাকালিন সময়ে খেলাধুলা চলানো হবে বলে জানিয়েছেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। সোমবার বিকেলে গাজীপুর মহানগরের সালনা স্কুল এন্ড কলেজ মাঠে দুস্থ্য ও অসায় পরিবারের মাঝে কম্বল বিতরণ শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, গত বছর করোনা কালীন সব ধরনের খেলাধুলা বন্ধ করে দেয়া হয় । এবছর বিধি নিষেধ জারি করা হয়েছে । স্বাস্থ্য বিধি মেনে যতটুকু সম্ভব দর্শক ছাড়া ও কম দল নিয়ে খেলাধুলা চালানো হবে ।
মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে ৫শ অসহায় পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ হয়। কম্বল বিতরণে অন্যান্যের মধ্যে গাজীপুর মহানগর আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।